ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সরকারি গণগ্রন্থাগারের পুরস্কার ও সনদপত্র বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
সরকারি গণগ্রন্থাগারের পুরস্কার ও সনদপত্র বিতরণ পুরস্কার ও সনদপত্র বিতরণ-ছবি-বাংলানিউজ

কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে উপলক্ষে আয়োজিত রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম শহরের কলেজ মোড়স্থ সরকারি গণগ্রন্থাগারের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান কে এম মেহেদী হাসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক আশীষ কুমার সরকার।

 

অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন-গণগ্রন্থাগার অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ হামিদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম সেলিম, সদর উপজেলা নির্বাহী অফিসার আল আমিন পারভেজ, কুড়িগ্রাম সরকারি কলেজের প্রভাষক মঞ্জুরুল ইসলাম, কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ, লেখক নাহিদ হাসান নলেজ, জেলা কালচারাল অফিসার আলমগীল হোসেন, পুরস্কার বিজয়ী সালেহ আহমেদ মঞ্জু প্রমুখ।  

পরে ৩৩ জন বিজয়ী প্রতিযোগীর মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।  

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
এফইএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।