ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে না'গঞ্জে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে না'গঞ্জে মানববন্ধন রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে না'গঞ্জে মানববন্ধন। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: মিয়ানমানের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর নির্যাতনে প্রতিবাদে নারায়ণগঞ্জের ফতুল্লায় জালকুড়ি কড়ইতলা এলাকায় স্থানীয় বিভিন্ন মসজিদের ইমামদের নেতৃত্বে আলেম-ওলামারা মানববন্ধন করেছে। 

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ‘জালকুড়ি ৯ নম্বর ওয়ার্ডের ওলামারা ও সর্বস্তরের মুসলমান’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় প্রায় ৩৪টি মসজিদের ইমাম-খতিব, স্কুল, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

 
 
মানববন্ধনে বক্তারা বলেন, মিয়ানমারে মানবতা হারিয়ে গেছে। দেশটিতে রোহিঙ্গাদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে। রোহিঙ্গা শিশু, নারীদের নির্যাতন ও গণহত্যা বন্ধের দাবির পাশাপাশি মিয়ানমার সরকারের এই নারকীয় হত্যাকাণ্ডের বিরুদ্ধে সব মুসলিম রাষ্ট্র ও মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।