ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাকৃবিতে ছাত্রীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
বাকৃবিতে ছাত্রীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

বাকৃবি (ময়মনসিংহ): হলের সুন্দর ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের ছাত্রীরা।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টায় শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে ওই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আয়োজন করে বাকৃবি ছাত্রলীগের শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল ইউনিট।

অভিযানের উদ্বোধন করেন- বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকন।

এসময় উপস্থিত ছিলেন- বাকৃবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল এবং ওই হলের হাউজ টিউটর ও কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের লেকচারার টুম্পা রাণী সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাৎস্য বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী আফিফাত খানম রিতিকা।

প্রক্টর অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকন বলেন, আমাদের ছাত্রী হলগুলো নদীর পাশে হওয়ায় খুব সহজেই সাপ ও নানারকম পোকামাকড় আক্রমণ করতে পারে। এজন্য হলের পরিবেশ সবসময় পরিষ্কার রাখতে হবে। আর পরিষ্কার-পরিচ্ছন্নতায় এগিয়ে আসায় ছাত্রীদের তিনি সাধুবাদ জানান।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad