ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে বরিশালে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে বরিশালে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বরিশাল ফটো সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ফটো সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি দিপু তালকুদারের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, পরিষদের উপদেষ্টা ও স্থানীয় দৈনিক আজকের পরিবর্তনের সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, সাংবাদিক সালেহ টিটু, রাহাত খান, শামীম আহমেদ, শাহিন হাফিজ, ফটো সাংবাদিক ঐক্য পরিষদের সহ সভাপতি মাসুদ সিকদার, সাধারণ সম্পাদক রাতুল আহমেদ জুয়েল রানা, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, রোহিঙ্গারা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে চলে আসছে, যাদের বোঝা মনে না করে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ।  

পাশাপাশি আন্তর্জাতিক ও কূটনৈতিক চাপের মাধ্যমে অধিকার ফিরিয়ে এনে রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে ফেরত পাঠানোর জন্য সরকার ও জাতিসংঘকে অগ্রণী ভূমিকা পালনের আহবান জানান তারা।  

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
এমএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।