ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

রাখাইনে গণহত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
রাখাইনে গণহত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধব রাখাইনে গণহত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধব

ঠাকুরগাঁও: মিয়ানমারের রাখাইন রাজ্যে গণহত্যা, ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করেছে ইমাম ও উলামা পরিষদ।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঠাকুরগাঁও চৌরাস্তায় এ মানববন্ধন হয়।

ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান এবং  ঠাকুরগাঁও ইমাম ও উলামা পরিষদের  আহ্বায়ক ওবায়দুল মতিনসহ অনেকে এসময় বক্তব্য রাখেন।

 

বক্তারা রাখাইন রাজ্যের রোহিঙ্গা হত্যা ও নির্যাতন বন্ধের দাবি জানান।  

বাংলাদেশ সময়: ১২৪‌১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।