ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন

বগুড়া: মিয়ানমারে রোহিঙ্গাদের গণহত্যা, ধর্ষণ ও দেশ ত্যাগে বাধ্য করার প্রতিবাদে আহলেহাদীছ আন্দোলন বগুড়া জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে শহরের সাতমাথায় এ কর্মসূচি পালন করা হয়।
 
মানববন্ধনে বক্তব্য রাখেন- আহলেহাদীছ আন্দোলন বগুড়া জেলা শাখার সভাপতি মুহাম্মাদ আব্দুর রহীম, সাধারণ সম্পাদক মুহাম্মাদ নূরুল ইসলাম, জেলা আহলেহাদীছ যুব সংঘের সভাপতি মুহাম্মাদ আল আমিন, সহ-সভাপতি আব্দুর রাযযাক বিন তমিয উদ্দিন প্রমুখ।


 
বক্তারা বলেন, রোহিঙ্গা নির্যাতনকারী অং সান সুচির শান্তিতে নোবেল বাতিল করতে হবে। রোহিঙ্গাদের ওপর অন্যায়-অত্যাচার করার জন্য বিশ্ব আদালতে তাকে শাস্তি দিতে হবে।  
 
অন্যায়ভাবে রোহিঙ্গাদের যেভাবে জুলুম, নির্যাতন, গণহত্যা, গুম, ধর্ষণ ও দেশ ত্যাগ বাধ্য করছে  এসব কাজের নিন্দা জানান বক্তারা।  

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
এমবিএইচ/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।