ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চুনারুঘাটে ৯৯২ বোতল ফেনসিডিলসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
চুনারুঘাটে ৯৯২ বোতল ফেনসিডিলসহ আটক ১ চুনারুঘাটে ৯৯২ বোতল ফেনসিডিলসহ আটক ১

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাটে ৯৯২ বোতল ফেনসিডিলসহ মাহতাব উদ্দিন (৫২) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছ পুলিশ।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার চানপুর চা বাগান এলাকা তাকে আটক করা হয়। আটক মাহতাব সিলেটের জকিগঞ্জ উপজেলার শাহজালালপুর গ্রামের ইউসুফ মিয়ার ছেলে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমিরুজ্জামান বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালের দিকে চানপুর চা বাগানের সামনের রাস্তা (পুরাতন ঢাকা-সিলেট মহাসড়ক) একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে চার বস্তা ফেনসিডিল জব্দ করা হয়। এ সময় গাড়ি চালক ও মাদক বিক্রেতা মাহাতাব উদ্দিনকে আটক করা হয়। প্রতি বস্তায় ২৪৮টি করে চার বস্তায় মোট ৯৯২ বোতল ফেনসিডিল রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহতাব উদ্দিন নিজেকে মাদক কিক্রেতা বলে স্বীকার করেন। জিজ্ঞাসাবাদে আটক মাদক বিক্রেতা তার সহযোগী গডফাদারদের নামও প্রকাশ করে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।  

সে ফেনসিডিলগুলো ভৈরবে নিয়ে যাচ্ছিলো বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
জিপি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।