ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাধবপুরে ৫ হাজার আতশবাজি ও মদ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
মাধবপুরে ৫ হাজার আতশবাজি ও মদ জব্দ

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পাঁচ হাজার ৬১৬ পিস আতশবাজি ও ৭০ বোতল মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ও শুক্রবার (২২ সেপ্টেম্বর) দিনগত রাতে পৃথক অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।

বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ৮টার দিকে মনতলা বিওপি’র হাবিলদার আব্দুল আজিজসহ বিজিবি’র একটি দল মাধবপুর বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে নিয়ে পাঁচ হাজার ৬১৬ পিস আতশবাজি জব্দ করে।

এছাড়া শুক্রবার দিনগত রাতে রাজেন্দ্রপুর বিওপি’র হাবিলদার এমরান হোসেনসহ বিজিবি’র একটি দল উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের জালুয়াবাদ এলাকায় অভিযান চালায়। এ সময় ৭০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।  

এ দুই অভিযানের সময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad