ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে আহত ১২, বাড়ি ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে আহত ১২, বাড়ি ভাঙচুর

নড়াইল: নড়াইলের বাঁশগ্রাম ইউনিয়নের যদুনাথপুর গ্রামে দু’পক্ষের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। এসময় সাতটি বাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে বিলায়েত হোসেন, সাহেব আলী, সোহেল রানা, ফিরোজ, কিবরিয়ার নাম জানা গেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চেয়ারম্যান সিরাজ মোল্লার সঙ্গে রিয়াজ শেখের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সকালে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ১২ জন আহত হয়। এসময় সাতটি বাড়িও ভাঙচুর করা হয়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খাঁন বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ২৩ সেপ্টেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।