ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আশুলিয়ায় গ্যাস লিকেজের আগুনে দগ্ধ ৪

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
আশুলিয়ায় গ্যাস লিকেজের আগুনে দগ্ধ ৪

ঢাকা: আশুলিয়ায় কুটুরিয়া বাজার এলাকায় একটি বাসায় রান্নার জন্য ব্যবহৃত গ্যাস লিকেজ থেকে আগুন লেগে স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন।

বর্তমানে দগ্ধরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসাধীন।

শনিবার (২৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন আল মামুন (২১) ও তার স্ত্রীর পারুল (১৮), তাদের আত্মীয় আসাদুল (১৯) ও তার স্ত্রী সুমাইয়া আক্তার (১৮)।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাবুল মিয়া বাংলানিউজকে জানান, ভোরে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডে চার জন্য দগ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সকাল ১০টার দিকে হাসপাতালের বার্ন ‌ইউনিটে ভর্তি করে। আল মামুনের ৬৫ শতাংশ তার স্ত্রীর পারুলের ২৪, আসাদুলের ১৫ ও তার স্ত্রী সুমাইয়া আক্তারের ১৭ শতাংশ পুড়ে গেছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
এজেডএস/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad