ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

দামুড়হুদায় যুবককে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
দামুড়হুদায় যুবককে পিটিয়ে হত্যা দামুড়হুদায় যুবককে পিটিয়ে হত্যা

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় গরু চোর সন্দেহে শফিকুল ইসলাম শফি (৩১) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী।

শনিবার (২৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার রামননগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম শফি উপজেলার কোমড়পুর গ্রামের মৃত সদর মল্লিকের ছেলে।

তিনি চুয়াডাঙ্গা শহরের বেলগাছি গ্রামে ভাড়া বাড়িতে বসবাস করতেন।

স্থানীয়রা জানায়, শনিবার ভোরে উপজেলার রামননগর গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে টোকনের হালের বলদ চুরি হয়ে যায়। এরপর থেকেই গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে গরু খুঁজতে বের হয়।

ভোর সাড়ে ৪টার দিকে চুরি যাওয়া গরুসহ চার যুবককে পার্শ্ববর্তী গোকুলখালী মাঠের মধ্যে দেখতে পেয়ে গ্রামবাসী তাদের ধাওয়া দেয়। এ সময় তিন চোর পালিয়ে যেতে সক্ষম হলেও গ্রামবাসীর হাতে ধরা পড়ে শফিকুল ইসলাম শফি। এরপর ক্ষুব্ধ জনতা গণপিটুনি দিতে শুরু করলে ঘটনাস্থলেই মারা যায় শফিকুল।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবদুল মোমেন, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর সার্কেল) মো. কলিমুল্লাহ ও দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পরে সকাল ৯টার দিকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন জানান, সম্প্রতি গ্রামটিতে বেশ কয়েকজন কৃষকের গরু চুরি যাওয়াতে তারা এমনিতেই ক্ষুব্ধ ছিলো। শনিবার ভোরে গরুসহ চোর আটক হওয়াতে ক্ষুব্ধ গ্রামবাসী সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটিয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, ২৩ সেপ্টেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।