ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জঙ্গি অর্থায়নের অভিযোগে রাজধানীতে ১১ জন আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
জঙ্গি অর্থায়নের অভিযোগে রাজধানীতে ১১ জন আটক

ঢাকা: জঙ্গি অর্থায়নে জড়িত থাকার অভিযোগে রাজধানীর রুপনগর থেকে ১১ জনকে আটক করেছেন ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (ৠাব) সদস্যরা।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন ৠাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।

তিনি জানান, জঙ্গি অর্থায়নের অভিযোগে রাজধানীর রুপনগর থেকে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- হেলাল উদ্দিন (২৯), আল আমিন(২৩), ফয়সাল ওরফে তুহিন (৩৭), মঈন খান (৩৩), আমজাদ হোসেন (৩৪), নাহিদ (৩০), তাজুল ইসলাম (২৭), জাহেদুল্লাহ (২৯), আল মামুন (২০), আল আমিন (২৩) ও টনি নাথ (৪০)

সকাল ১১টার দিকে ৠাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
এসজেএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।