ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

গাজীপুরে সোয়েটার কারখানায় আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭
গাজীপুরে সোয়েটার কারখানায় আগুন

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাসন সড়ক এলাকায় টপ স্টাইল লিমিটেড নামের একটি সোয়েটার কারখানায় আগুন লেগেছে। 

শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়।  

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন বাংলানিউজকে জানান, বাসন সড়ক এলাকায় টপ স্টাইল লিমিটেড সোয়েটার কারখানার ৬তলা ভবনের নিচতলায় আগুন লাগে।

পরে স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।

এক পর্যায়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কারখানার নিজস্ব ব্যবস্থাপনা ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো হয়।  

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগার সূত্রপাত। আগুনে কারখানার সুতা ও আসবাবপত্র পুড়ে এবং পানিতে ভিজে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।  

বাংলাদেশ সময়: ২৩৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭     
আরএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।