ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দেশবাসী এবার ডাবল ডেকার সেতু দেখবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭
দেশবাসী এবার ডাবল ডেকার সেতু দেখবে র‌্যাংগস গ্রুপের বৃহত্তম গাড়ি সংযোগ প্ল্যান্টের উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

নারায়ণগঞ্জ: পদ্মাসেতুর কাজ কিছুদিনের মধ্যে দৃশ্যমান হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণে পদ্মাসেতু আমাদের নিজস্ব অর্থায়নে নির্মিত হচ্ছে। এ সেতুর জন্য আমরা ৩০ হাজার কোটি টাকা ফান্ড করেছি। এ টাকা সবই বাংলাদেশের। দেশে ডাবল ডেকার বাস দেখেছেন। এবার আমরা দেখাবো ডাবল ডেকার সেতু। যার মধ্যে বাস ও ট্রেন দুটোই চলবে। 

বাংলাদেশে র‌্যাংগসের প্রথমবারের মত চালু হওয়া এ ধরনের প্লান্টের আনুষ্ঠানিক উদ্বোধনকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়েদুল কাদের এসব কথা বলেন।  

দেশে এই ধরনের প্লান্ট চালুর প্রশংসা করে পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, র‌্যাংগস ও মাহিন্দ্রার জন্য আজকের দিনটি খুবই তাৎপর্যপূর্ণ।

র‌্যাংগস গ্রুপের এই প্লান্ট চালু আমাদের দেশের জন্য অনেক বড় একটি মাইলফলক। আমি আশা করি এখানে উৎপাদিত গাড়ি হবে খুবই উন্নত মানের। এখানের গাড়ি স্থায়ীন্থশীলতা বজায় থাকবে অন্তত ২ বছরে গাড়ির ফিটনেসের কোন সমস্যা হবে না। ’ 

দেশের অর্থনীতিক উন্নয়নে র‌্যাংগস গ্রুপের অবদানের কথা স্বীকার করে মন্ত্রী বলেন, ‘ আমি র‌্যাংগস গ্রুপের চেয়াম্যানকে ধন্যবাদ জানাই কেননা তিনি সততা ও নিষ্ঠার সাথে ব্যাবসা করেছেন। ’  

মাহিন্দ্রার গাড়ি প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, ভালোমানের গাড়ি উৎপাদনে মাহিন্দ্রা গ্রুপের সুনাম রয়েছে।  

র‌্যাংগস মটরসের ব্যাবস্থাপনা পরিচালক সোহানা রউফ চৌধুরী বলেন, ‘ সংযোজন প্লান্টটি আনুষ্ঠানিকভাবে চালু করতে পেরে আমরা আনন্দিত। দেশের অর্থনীতিতে অবদান রাখে এমন সকল উদ্যোগে আমরা সবময়ই প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রক্রিয়ার ধারাবাহিকতায়, নতুন এই প্লান্ট দেশের ক্রমবর্ধমান পরিবহনের চাহিদা মেটাবে এবং একই সাথে শক্তিশালী হবে দেশের অর্থনীতি। এই প্লান্ট ৫০০ শতাধিক বেশি লোকের চাকরির সুযোগ তৈরি করবে। অন্যান্য কোম্পানির তুলনায় সাশ্রয়ীমূল্যে গুণগত মানের পরিবহন কেনার সুবিধার পাশাপাশি দ্রুত ও কার্যকর সেবা পাবেন গ্রাহকরা। ’ 

ফ্রেবিকেশনের জন্য পৃথক স্থানের সুবিধা থাকায় সংযোজন প্রক্রিয়ায় আমাদের কোন প্রকার অতিরিক্ত সহায়তার প্রয়োজন হবে না। একই সাথে আমাদের দক্ষ ও মেধাবী কর্মীরা অন্য কোম্পানির তুলনায় গ্রাহকদের দ্রুত সেবা দিতে সক্ষম হবে। ’  

বাংলাদেশে চলমান রোহিঙ্গা সংকটে র‌্যাংগস মটরস ও মাহিন্দ্রার সকল কর্মীদের এক দিনে বেতন রোহিঙ্গাদের দেয়ার ঘোষণা দেন র‌্যাংগস মটরসের ব্যাবস্থাপনা পরিচালক।  

উল্লেখ্য, আমদানি খরচ কমায় গ্রাহকরা ১০ থেকে ১৫ ভাগ কম দামে পিক আপ ভ্যান ও হিউম্যান হলার কিনতে পারার ব্যাপারে আশাবাদী র‌্যাংগস।  

মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেডের চিফ অব ইন্টারন্যাশনাল অপারেশনস, আরবিন্দ ম্যাথিউ বলেন, ‘ বাংলাদেশে র‌্যাংগস মটরস  লিমিটেডের সাথে মাহিন্দ্রার ইউনিট চালুর আজকের এই মুহূর্ত অবশ্যই গর্ব করার মত। বাংলাদেশে এই সংযোজনী প্লান্টের প্রতিষ্ঠা ‘বিল্ট ইন বাংলাদেশ’  পণ্যের প্রতি আমাদের প্রতিশ্রুতির একটি নিদর্শন। আধুনিক প্রযুক্তি সম্পন্ন  সুপরিসর ও পরিবেশ বান্ধব এই প্লান্ট কেবল উৎপাদন প্রক্রিয়াকেই তরানি¦ত করবে না বরং দেশীয় কর্মসংস্থানের সুযোগও তৈরি করবে। ’

র‌্যাংগস মটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা দিলীপ ব্যানার্জী বলেন, আধুনিক সকল সুযোগ সুবিধা ও সর্বাধুনিক এজ প্রযুক্তির নিয়ে চালু হচ্ছে আমাদের এই সিকেডি’র প্লান্ট। বছরে ২ হাজারের বেশি গাড়ি উৎপাদন সক্ষমতা রয়েছে প্লান্টের। ক্রমবর্ধমান গাড়ির চাহিদা বিবেচনায় আমাদের কর্ম পরিধি বৃদ্ধির এটাই উপযুক্ত সময় ’।

র‌্যাংগস মটরসের ব্যবস্থাপনা পরিচালক সোহানা রউফ চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটিডের চিফ অব ইন্টারন্যাশনাল অপারেশনস আরবিন্দ ম্যাথিউ, র‌্যাংগস গ্রুপের চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক উপ-সম্পাদক এএইচ এম মাসুদ দুলাল, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালামসহ র‌্যাংগস গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।