ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭
আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাই ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের সেভাবে গড়ে তুলতে হবে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাঙামাটি বিয়াম ল্যাবরেটরি স্কুলের আয়োজনে শিক্ষা মেলা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান এ কথা বলেন।

রাঙামাটি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ওই স্কুলের অধ্যক্ষ সুমনী আক্তারের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন- রাঙামাটি সদর উপজেলার ভূমি কর্মকর্তা এসএম মঞ্জুরুল হক, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদা আক্তার, স্কুলের উপাধ্যক্ষ মো. পারভেজুল ইসলাম সুমন প্রমুখ।

জেলা প্রশাসক বলেন, শিশুদের মেধা বিকাশ ঘটাতে বিতর্ক প্রতিযোগিতার কোনো বিকল্প নেই। এজন্য শ্রেণিগুলোতে বিতর্ক প্রতিযোগিতা কার্যক্রম শুরু করতে হবে। এসময় তিনি স্কুল কর্তৃপক্ষকে দু’টি কম্পিউটার উপহার দেয়ার ঘোষণা দেন।

পরে শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা এবং অভিভাবকদের নিয়ে আয়োজিত পিঠা প্রতিযোগিতায় উত্তীর্ণ প্রতিযোগী ও অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এরপর স্কুলের শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।