ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বাসের ধাক্কায় ইজিবাইকের ২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭ জন।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় নেকমরদ-বালিয়াডাঙ্গী মহাসড়কের ফাঁড়াবাড়ী এলাকায় দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও দমকল বাহিনীর সদস্যরা জানান, শুক্রবার সন্ধ্যা ৭টায় জেলার রাণীশংকৈল রোমার এন্টারপ্রাইজ নামে একটি নৈশ্য কোচ ঢাকা যাচ্ছিল।

পথে ওই সড়কের ফাঁড়াবাড়ি নৈশ কোচটি একটি ইজিবাইককে ধাক্কা দিলে ঘটনাস্থলে জুনায়েদ(৩) এবং মনজু (৩০) নামে ২ জন নিহত হয়।

এ ঘটনায় আহত হয় আরো ৭ জন। এরা হলেন-মনসুর (২০), সুমন (১৪), পারুল (২৭), জাহাঙ্গীর (৩০), হাকিমা (৫০), সমির (৫) ফজলে রাব্বি (দেড়বছর)।

দুর্ঘটনার খবর পেয়ে বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে আশঙ্ককাজনক অবস্থায় শিশু ফজলে রাব্বিকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, ২২ সেপ্টেম্বর, ২০১৭ আপডেট: ২১৫৫ ঘণ্টা
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।