ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মিয়ানমারে গণহত্যার প্রতিবাদে কমলনগরে বিক্ষোভ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭
মিয়ানমারে গণহত্যার প্রতিবাদে কমলনগরে বিক্ষোভ বিক্ষোভ-সমাবেশ-ছবি-বাংলানিউজ

লক্ষ্মীপুর: মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে লক্ষ্মীপুরের কমলনগরে তোরাবগঞ্জে বিক্ষোভ-সমাবেশ করেছে এলাকাবাসী।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) তোরাবগঞ্জ সমাজ কল্যাণ পরিষদ বিক্ষোভ মিছিল বের করে।

তোরাবগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের প্রাঙ্গণ থেকে বিক্ষোভ শুরু হয়ে বাজার প্রদিক্ষণ করে।

 

পরে কৃষ্ণচূড়া চত্ত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন-ভবানীগঞ্জ কারামতিয়া সিনিয়র মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ইব্রাহীম শামীম, স্থানীয় আশরাফুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা মানজুরুল হক, তোরাবগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবদুজ্জাহের ভুইঁয়া, ফরাশগঞ্জ ফয়েজ আম আলীম মাদরাসার শিক্ষক মাওলানা মমিন উল্লাহ, মাওলানা মোস্তাফিজুর রহমান, ছাত্রলীগ নেতাকর্মী মো. হারুন অর রশিদ, আরিফ হোসেন প্রমুখ।

সমাবেশ শেষে নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের জন্য দোয়া ও মোনাজাত করেন মাওলানা মহসিন।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭
আরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।