ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭
রাজধানীতে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী ভাঙ্গাপ্রেস এলাকায় ওয়াসার খালের পানিতে ডুবে কামরুল ইসলাম বাবু (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বাবু পটুয়াখালী জেলার বাউফল উপজেলার রামনগন গ্রামের আনিছ গাজীর ছেলে।  

নিহতের মামা রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, বাবু যাত্রাবাড়ীর ভাঙ্গাপ্রেস এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থেকে ওই এলাকার একটি বলপ্রেস কারখানায় কাজ করতো। বিকেলে বাসা থেকে বেড়িয়ে এলাকার ওয়াসার খালে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে পরিবাবের কাছে দিয়ে যায়। পরে সন্ধ্যার দিকে কামরুল বাসায় অচেতন হয়ে পড়লে দ্রুত ঢামেকে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক জরুরী বিভাগের চিকিৎসক ডা. আয়েশা আক্তার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭
এজেডএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।