ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে ধনবাড়ীতে বিক্ষোভ-সমাবেশ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭
রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে ধনবাড়ীতে বিক্ষোভ-সমাবেশ

মধুপুর (টাঙ্গাইল): মিয়ানমারে রোহিঙ্গাদের গণহত্যার প্রতিবাদ এবং তা বন্ধের দাবিতে টাঙ্গাইলের ধনবাড়ীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বাদ জুম‍া উপজেলা কওমী ওলামা পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

ধনবাড়ী উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত সম‍াবেশে বক্তব্য রাখেন-ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মীর ফারুক আহমাদ ফরিদ, পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান, মাওলানা আবু হুরায়রা, আব্দুল গণি, আব্দুস ছামাদ, মোস্তাফা কামাল, মুফতি আজহারুল ইসলাম, হাফেজ আবু সাঈদ নবীন প্রমুখ।


 
সমাবেশ শেষে চেয়ারম্যান অধ্যাপক মীর ফারুক আহমাদ ফরিদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, ২২ সেপ্টেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।