ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭
রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন  রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: মিয়ানমারের রাখাইন রাজ্যে গণহত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ ময়মনসিংহ জেলা শাখা।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নগরীর স্টেশন রোড মসজিদ এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

সংগঠনের সভাপতি আলহাজ মাওলানা কাজী আব্দুর রহিম মানববন্ধনে সভাপতিত্ব করেন।

সাধারণ সম্পাদক আলহাজ অধ্যাপক আবু সালেহ মো. জাফর সাদেকের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাব ময়মনসিংহের সাধারণ সম্পাদক মো. শামসুল আলম খান, সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন, মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।  

মানববন্ধনে বক্তারা বলেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা করা হচ্ছে এটি মানবতা বিরোধী অপরাধ। বাংলাদেশ সরকারকে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে মিয়ানমার সরকারকে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকার বিপন্ন রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় ও ত্রাণ দিয়ে বিশ্বে প্রশংসিত হয়েছে। এখন নির্মম হত্যাযজ্ঞ বন্ধে জাতিসংঘ, ন্যাটো, কমনওয়েলথ এবং ওআইসিসহ বিশ্বের সব মানবতাবাদী সংগঠনকে মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টি করতে হবে।  

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭ 
এমএএএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।