ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রোহিঙ্গা গণহত্যা বন্ধের দাবিতে হাজারো মানুষ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭
রোহিঙ্গা গণহত্যা বন্ধের দাবিতে হাজারো মানুষ রোহিঙ্গা গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ, ছবি: বাংলানিউজ

ঢাকা: মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর হত্যা-নির্যাতন বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি।  

পল্টন এলাকায় পুলিশি বাধার মুখে আবার মসজিদের দিকে ফিরে যায় মিছিলটি।

এ সময় তারা অং সান সু চি ও মিয়ানমার সেনাবাহিনী প্রধানের বিচার দাবি করেন।

এর কিছুক্ষণ পর একই দাবিতে মিছিল বের করে বাংলাদেশ খেলাফত আন্দোলন।

হাজারো মুসল্লি ও মাদ্রাসার ছাত্র নিয়ে মিরপুর-১০ নম্বরেও বিক্ষোভ মিছিল হয়েছে। ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য আলহাজ কামাল আহমেদ মজুমদার যার নেতৃত্ব দেন। সভাপতিত্বে ছিলেন জামেউল উলুম মাদরাসার অধ্যক্ষ আবুল বাসার নুমানী।

এদিকে আন্তর্জাতিক গণআদালতে অং সান সুচি এবং দেশটির সেনাপ্রধানসহ বেশ কয়েকজন কর্মকর্তাকে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। শুক্রবার আন্তর্জাতিক অপরাধ তদন্তে যুক্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আইনজীবীদের সমন্বয়ে গঠিত আট সদস্যের বিচারক প্যানেল এ রায় দেন।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭
এএম/জিএমএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।