ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রোহিঙ্গা হত্যা-নির্যাতনের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭
রোহিঙ্গা হত্যা-নির্যাতনের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: মিয়ানমারে রোহিঙ্গাদের হত্যা, ধর্ষণ, অমানবিক নির্যাতন ও বাড়ি-ঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন করেছে সুপ্রভাত বাংলাদেশ সামাজিক সংগঠন।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে মাগুরা শহরের চৌরঙ্গী মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সুনিল কুমার সরকারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- আছিউর রহমান খুকন, শহিদুল ইসলাম, আবু সাইদ মোল্লা, আছাদুর রহমান, আউব হোসেন, অ্যাডভোকেট ড. আলাউদ্দিন, রেজাউল হক প্রমুখ।

এছাড়াও মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময়  বক্তরা অবিলম্বে রোহিঙ্গাদের উপর সহিংসতা বন্ধ করে তাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়ার দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।