ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাপাহারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭
সাপাহারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

নওগাঁ: নওগাঁর সাপাহারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনিরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আশরন্দ মধইল বাজারে এ দুর্ঘটনা ঘটে। মনিরুল উপজেলার ছোট বৈকন্ঠপুর গ্রামের মো. আবু তালেবের ছেলে।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল আলম শাহ বাংলানিউজকে জানান, দুপুরে আশরন্দ মধইল বাজারে মাইমুর চৌধুরীর বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিলেন মনিরুল। এসময় ছাদের সাটারিং খোলার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি।

এ অবস্থায় স্থানীয়রা মনিরুলকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।