ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে দিনব্যাপী চাকরি মেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭
বরিশালে দিনব্যাপী চাকরি মেলা বরিশালে দিনব্যাপী চাকরি মেলা

বরিশাল: বরিশাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে দিনব্যাপী ‘জব ফেয়ার ২০১৭’ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় ওই কলেজ ক্যাম্পাসে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের (আইএলও) বি- সেপ প্রকল্পের আওতায় দক্ষিণাঞ্চল বরিশালে প্রথমবারের মতো এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর।

এতে বিশেষ অতিথি ছিলেন- কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাস, বরিশালের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, সিনিয়র প্রফেশনাল স্পেশালিষ্ট আইএলও বাংলাদেশ মানস ভট্রাচার্য, বরিশাল চেম্বার অব কমার্সের সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন মানিক প্রমুখ।

চাকরি মেলায় ১৩টি শিল্প প্রতিষ্ঠান অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।