ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘মিয়ানমারের নিধনযজ্ঞ সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ’ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭
‘মিয়ানমারের নিধনযজ্ঞ সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ’  মানববন্ধনে ঢাবির সাবেক ভিসি- ছবি: কাশেম হারুন

ঢাকা: মিয়ানমারের চলমান নিধনযজ্ঞ আকস্মিক কোনো ঘটনা নয়, এটা সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ব বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। 

শুক্রবার (২২ সেপ্টেম্বর)  জাতীয় প্রেস ক্লাবের সামনে মিয়ানমারে রাষ্ট্রীয় মদদে রোহিঙ্গাদের জাতিগত নিধনের প্রতিবাদে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।  

তিনি বলেন, রোহিঙ্গা বিপর্যয় আজ ছুঁয়ে গেছে বিশ্বের প্রতিটি মানবতাবাদী মানুষের হৃদয়ে।

 বিশ্ব আজ দেখছে সুচি সরকারের জাতিগত নিধনযজ্ঞ।  

তিনি বলেন, রোহিঙ্গা হত্যা নির্যাতন আকস্মিক কোনো ঘটনা নয়। এটি সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ। বাংলাদেশ শান্তিকামী রাষ্ট্র, সংঘাতে বিশ্বাস করেনা। মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যার দায় বাংলাদেশ বহন করতে পারে না। রোহিঙ্গা সমস্যার সমাধানে মিয়ানমারকে অগ্রণী ভূমিকা নিতে হবে।  

মানববন্ধনে উপস্থিত ছিলেন-  বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক সিরাজুল হক আলো, প্রেসিডিয়াম সদস্য প্রফেসর ড. হাবিবুর রহমান, প্রেসিডিয়াম সদস্য ড. বশির উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোফাচ্ছের হোসেন জীবন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা,  সেপ্টেম্বর ২২, ২০১৭
এএম/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ