ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নেত্রকোনায় ৪৫৫ পূজা মণ্ডপে চাল বরাদ্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭
নেত্রকোনায় ৪৫৫ পূজা মণ্ডপে চাল বরাদ্দ

নেত্রকোনা: নেত্রকোনার ৪৫৫টি দুর্গাপূজা মণ্ডপের প্রতিটিতে ৫শ’ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসন।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক (ডিসি) ড. মো. মুশফিকুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, জেলা সদরসহ দশটি উপজেলার জন্য চাল বরাদ্দ দেয়া হয়েছে ২২৭.৫০০ মেট্রিক টন।

এদিকে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মঙ্গল চন্দ্র সাহা জানান, মণ্ডপগুলোতে পূজার প্রস্তুতি শেষ দিকে।

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা শেষ করতে পারবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।

পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী বাংলানিউজকে বলেন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, ২২ সেপ্টেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad