ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাতক্ষীরায় ইয়াবা ও হেরোইনসহ নারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭
সাতক্ষীরায় ইয়াবা ও হেরোইনসহ নারী আটক

সাতক্ষীরা: সাতক্ষীরায় ১০০ পিস ইয়াবা ও এক গ্রাম হেরোইনসহ মনিরা খাতুন (৫৪) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টায় সাতক্ষীরা পৌরসভার চালতেতলা বাগানবাড়ি এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক মনিরা খাতুন ওই গ্রামের আব্দুল জলিলের মেয়ে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা সার্কেলের পরিদর্শক লাফিয়া খানম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালিয়ে মনিরা খাতুনকে আটক করা হয়। এ সময় তার বাড়ি তল্লাশি চালিয়ে ১০০ পিস ইয়াবা ও এক গ্রাম হেরোইন জব্দ করা হয়।

অভিযানের বিষয়টি টের পেয়ে আশরাফুল ইসলাম নামে অপর এক মাদক ব্যবসায়ী পালিয়ে গেছে। এ ঘটনায় আশরাফুল ইসলামকে পলাতক দেখিয়ে সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২৩৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।