ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জামিনে মুক্তি পেলেন দিনাজপুর জেলা বিএনপি নেতা কচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
জামিনে মুক্তি পেলেন দিনাজপুর জেলা বিএনপি নেতা কচি

দিনাজপুর: দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বখতিয়ার আহমেদ কচি (৩৮) দুই মামলায় জামিন মুক্তি পেয়েছেন।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় দিনাজপুর জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান।

কচি দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা এলাকার বাসিন্দা ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খতিব উদ্দিন আহমেদের ছেলে।

একই দিন কচির আইনজীবী দিনাজপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বনাথ মন্ডলের আদালতে দুই মামলায় জামিন আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত।

গত সোমবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে শহরের কালিতলা নাবিল কাউন্টার সংলগ্ন এলাকা থেকে বিএনপি নেতা কচিকে আটক করে পুলিশ। পরদিন মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) প্রতিমা ভাংচুরের মামলায় আটক দেখিয়ে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেন।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।