ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বগুড়ায় ৫২ বোতল ফেনসিডিলসহ যুবক আটক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
বগুড়ায় ৫২ বোতল ফেনসিডিলসহ যুবক আটক 

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৫২ বোতল ফেনসিডিলসহ সাগতম ওরফে শৈকত (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সাজাপুর ফুলতলা ফটকি ব্রীজের থেকে তাকে আটক করা হয়। শৈকত দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার সাতকড়ি গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে।

কুন্দারহাট হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কাজল বাংলানিউজকে জানান, বিকেলে দিনাজপুরের হিলি থেকে ছেড়ে আসা ওই যাত্রীবাহী বাসে ফেনসিডিল পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সাজাপুর ফুলতলা ফটকি ব্রীজের দক্ষিণ পাশে বাসটি থামায়। এসময় বাসের ভেতর তল্লাশি চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৫২ বোতল ফেনসিডিলসহ মাদক বিক্রেতা শৈকতকে আটক করা হয়।  

এ ঘটনায় শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়স্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
এমবিএইচ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।