ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সৈয়দপুরে মাদক-জঙ্গিবাদ বিরোধী মতবিনিময়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
সৈয়দপুরে মাদক-জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরের মাদক ও জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের (ইউপি) হলরুমে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম।

সভায় সভাপতিত্ব করেন বেলপুকুর ইউপির চেয়ারম্যান এনামুল হক চৌধুরী।

সভায় আরও উপস্থিত ছিলেন- সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মাহবুব-উল ইসলাম।

পরে জেলা প্রশাসক মাসিক কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ভূমি অফিস, ডিজিটাল সেন্টার ও সৈয়দপুর ভূমি অফিস পরিদর্শন করেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মাহবুব-উল ইসলাম তার সঙ্গে ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।