ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নবাবগঞ্জে ৪ গ্রামকে মাদকমুক্ত করতে সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
নবাবগঞ্জে ৪ গ্রামকে মাদকমুক্ত করতে সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাগমারা, জালালপুর, বৈকন্ঠপুর ও আমীরপুর এলাকাবাসীর উদ্যোগে পৃথক দু’টি মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় জালালপুর গ্রামে ও সন্ধ্যা পৌনে ৬টায় আমীর গ্রামে এ সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন কলাকোপা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল।

সভায় গ্রাম থেকে মাদক ব্যবসা নির্মূল করাই তাদের প্রধান উদ্দেশ্য বলে জানান এলাকাবাসী। এসময় ওই চার গ্রামের শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন ধরে এসব গ্রামে মাদক বেপরোয়াভাবে বেড়ে উঠছিল। সম্প্রতি কয়েকজন মাদক ব্যবসায়ীকে ধরে পুলিশে দেয় এলাকাবাসী।

সভায় বক্তব্য রাখেন-নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল, স্থানীয় বাসিন্দা ও জাতীয় পার্টির ঢাকা জেলার যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, বাগমারা বাজার সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সেন্টু,  সমাজকর্মী কেরামত মাদবর, আওয়ামী লীগ নেতা মাসুদ আলম প্রমুখ।

সভায় ওসি মোস্তফা কামাল এলাকার মাদক ব্যবসা নির্মূলে সবার সহযোগিতা চান। একই সঙ্গে পুলিশের তালিকায় থাকা মাদক ব্যবসায়ীদের নাম উল্লেখ করে বলেন, চিহ্নিত মাদক কারবারীদের এলাকায় দেখা মাত্র আমাদের জানাবেন।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।