ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কিশোরগঞ্জে বিদ্যালয় পরিদর্শনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
কিশোরগঞ্জে বিদ্যালয় পরিদর্শনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের শত বছরের ঐতিহ্যবাহী আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন অতিরিক্ত ঢাকা বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ মুনির হোসেন।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সরকারি কাজে এসে তিনি এ শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

প্রথমে বিএনসিসি ক্যাডেটরা সশস্ত্র সালামের মাধ্যমে তাকে বরণ করে নেয়।

এসময় উপস্থিত ছিলেন-কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাসউদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুল হক, আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. আমিনুল ইসলাম আশফাক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা, ম্যানেজিং কমিটির সদস্য মো. শাহাবউদ্দিন, এমএ সাদেক মুকুল, মো. হাফিজুর রহমান মানিক, সাংবাদিক ফারুকুজ্জামান ফারুক, সংরক্ষিত মহিলা সদস্য লাকী খান, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমান প্রমুখ।

পরে মোহাম্মদ মুনির হোসেন সেখানে এক মতবিনিময় সভায় যোগ দেন। এসময় তিনি বিদ্যালয়ের সার্বিক খোঁজ খবর নেন এবং বিদ্যালয়ের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।