ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বারহাট্টায় প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার দিলেন ইউএনও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
বারহাট্টায় প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার দিলেন ইউএনও ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নেত্রকোনা: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় মেরাজুল ইসলাম বিশাল নামে (১০) শারীরিক প্রতিবন্ধী একটি শিশুকে হুইল চেয়ার দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াসমিন।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ইউএনও নিজ কার্যালয়ে ডেকে শিশুটিকে চেয়ার দেন।  

বিশাল উপজেলার ছালিপুরা গ্রামের হতদরিদ্র কৃষক রাসেল আহম্মেদ ও আকলিমা আক্তার দম্পতির ছেলে।

 

ইউএনও ফরিদা ইয়াসমিন বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে বিশালের জন্য একটি হুইল চেয়ারের প্রয়োজনীয়তা অনুভব করছিল তার পরিবার। কিন্তু টাকার অভাবে চেয়ার কেনা সম্ভব হচ্ছিল না। তাই অসহায় শিশুটিকে হুইল চেয়ার দিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।