ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাগুরায় নয় দিনব্যাপী নবদুর্গা পূজা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
মাগুরায় নয় দিনব্যাপী নবদুর্গা পূজা শুরু মাগুরায় নয় দিনব্যাপী নবদুর্গা পূজা শুরু

মাগুরা: মাগুরা সদরের পুখরিয়া পুখরেশ্বরী মন্দিরে নয় দিনব্যাপী নবদ‍ুর্গা পূজা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) থেকে এই প‍ূজা শুরু হয়। তিন বছর ধরে পুখরেশ্বরী মন্দিরে নয় দিনব্যাপী এই পূজা অনুষ্ঠিত হয়ে আসছে।

পূজা উপলক্ষে মন্দির প্রাঙ্গনে আয়োজকদের পক্ষ থেকে দুপুরে এক সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে পূজার আয়োজক আনন্দ গোপাল দে জানান, সারাদেশে ষষ্ঠীর মাধ্যমে ২৬ সেপ্টেম্বর দুর্গাপূজা শুরু হলেও পুকুরেশ্বরী মন্দিরে ধর্মীয় রীতিনুযায়ী মহালয়ার পর বৃহস্পতিবার থেকেই এ পূজা শুরু হয়েছে। ধর্মীয় ব্যাখ্যা মতে, শৈল পুত্রী, ব্রহ্মচারিনী, চন্দ্র ঘণ্টা, কুষ্মান্ডা, ষ্কন্দ মাতা, কাত্যায়নী, কালরাত্রী, মহাগৌরী, সিদ্ধিদাত্রি দেবী দুর্গার এই নয়টি রূপের আবির্ভাবকে লক্ষ্য করেই পুকুরিয়া ‘দে’ বাড়ির পক্ষ থেকে পুকুরেশ্বরী মন্দিরে নয় দিনব্যাপী পূজার আয়োজন করা হয়। নয়টি রূপে দেবী দুর্গার আবির্ভাবকে সামনে রেখে শাস্ত্রমতে তারা এ পূজার নাম দেওয়া হয়েছে নবদুর্গা পূজা।

এসময় মাগুরার শ্রীপুর উপজেলার হাজরাতলা শংকর বেদান্ত মঠের পুরোহিত স্বামী বিবেকানন্দ স্বরসতীসহ জেলায় কর্মরত বিভিন্ন সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ