ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ধামইরহাটে খোলা বাজারে চাল বিক্রি শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
ধামইরহাটে খোলা বাজারে চাল বিক্রি শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ: নওগাঁর ধামইরহাট উপজেলায় খোলা বাজারে ওএমএসের চাল বিক্রি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলা ক্যান্টিন সংলগ্ন ডিলার রেজাউলের দোকানে চাল বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেবেকা সিদ্দিকা।

এ সময় উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম, সহ সম্পাদক ওবায়দুল হক সরকার ও সাংগঠনিক সম্পাদক আজাহার আলী।

রেবেকা সিদ্দিকা জানান, পৌরসভার গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্টে তিনজন ডিলারের মাধ্যমে শুক্রবার ছাড়া সপ্তাহের প্রতিদিন ৩০ টাকা কেজি দরে তিন মেট্রিকটন চাল খোলা বাজারে বিক্রি করা হবে। এতে চালের মূল্য সাধারণ ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।