ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারে দিনাজপুরে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারে দিনাজপুরে মানববন্ধন সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারে দিনাজপুরে মানববন্ধন

দিনাজপুর: আসন্ন শারদীয় দুর্গোৎসব আয়োজনের প্রাক্কালে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় ও জোরদার করার আহ্বান জানিয়ে বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর শহরে মানববন্ধন করেছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে জেল রোড এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।  

মানববন্ধনে মহিলা পরিষদের সভাপতি কানিজ রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ড. মারুফা বেগমের সঞ্চালনায় বক্তারা বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ র্দীঘ সময় ধরে বাংলদেশে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠার জন্য বহুমুখী ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশ মহিলা পরিষদসহ দেশের বিভিন্ন সচেতন প্রগতিশীল নাগরিক সমাজ সমূহের ধারাবাহিক প্রচেষ্টা সত্ত্বেও দুর্ভাগ্যজনক হলো অনেক সময়ই এ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুন্ন করার মতো অপতৎপরতা লক্ষ্য করা যায়।

মানববন্ধন কর্মসূচিতে মহিলা পরিষদের সদস্য আকতার কহিনুর ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মনোয়ারা সানু, অর্থ সম্পাদক রত্না মিত্র, সাংগঠনিক সম্পাদক রুবিনা আকতার, লিগ্যাল এইড সম্পাদক জিন্নুরাইন পারু, ভারপ্রাপ্ত আন্দোলন সম্পাদক সুমিত্রা বেসরা, সদস্য শাহানাজ পারভিন, মিনতি ঘোষ, মিতালীসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।