ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লালপুরে নারী সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
লালপুরে নারী সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা সম্পর্কে জনগণকে অবহিত করতে নাটোরের লালপুর উপজেলায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কেশবপুর প্রাথমিক বিদ্যালয়ে এ সমাবেশের আয়োজন করে জেলা তথ্য অফিস।

জেলা তথ্য অফিসার সামিউল আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আবু তাহির।

এছাড়াও বক্তব্য রাখেন- সহকারি উপজেলা শিক্ষা অফিসার রতন কুমার পাল, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মতিউর রহমান, স্কুলের প্রধান শিক্ষক ভবেষ কুমার চৌধুরী প্রমুখ।

সমাবেশে স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন, যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন ও মাদক জঙ্গিবাদ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির উপর আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।