ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দিনাজপুরে মাদক মুক্ত পরিবেশ গড়তে শিক্ষার্থীদের শপথ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
দিনাজপুরে মাদক মুক্ত পরিবেশ গড়তে শিক্ষার্থীদের শপথ দিনাজপুরে মাদক মুক্ত পরিবেশ গড়তে শিক্ষার্থীদের শপথ

দিনাজপুর: মাদক মুক্ত দিনাজপুর গড়ার লক্ষ্যে জেলার বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় মাদক মুক্ত পরিবেশ গড়তে শপথ নেন শিক্ষার্থীরা।

মাদকবিরোধী অভিযান ও প্রচারণা-২০১৭ উপলক্ষে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার‌্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার‌্যালয়ের সহযোগিতায় অনুঘটক ও এমএনডিএফ সংস্থার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম রওশন কবীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার‌্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর, বিরল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তৈয়ব আলী। স্বাগত বক্তব্য রাখেন- এমএনপিএফ’র নির্বাহী পরিচালক মো. আব্দুল হামিদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুঘটনকের নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলাম বাবলু।

আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফারজু আরা টয়েসের পরিচালনায় আলোচনা সভায় রওশন কবীর বলেন, মাদক মুক্ত পরিবেশ গড়তে সরকারি-বেসরকারি ও মাদকবিরোধী প্রচারণা সংস্থাসমূহের পাশাপাশি সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভূমিকা পালন করতে হবে। মাদক মুক্ত শিক্ষাঙ্গন গড়ার পাশাপাশি মাদক মুক্ত পরিবেশ গড়ার ভূমিকায় অগ্রসর হতে হবে শিক্ষার্থীদের। ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

পরে মাদক মুক্ত শিক্ষাঙ্গন গড়তে শপথ নেন শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।