ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নলডাঙ্গায় শিক্ষার মান উন্নয়নে মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
নলডাঙ্গায় শিক্ষার মান উন্নয়নে মতবিনিময়

নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় নলডাঙ্গা উচ্চ বিদ্যালয় চত্বরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

নলডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মগরেব আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রমজান আলী আকন্দ, নলডাঙ্গা শহীদ নজমুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহ, মো. জাহাঙ্গীর হোসেন গোলাপ, নাটোর কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. গোলাম নবী, মাধনগর বিএম কলেজের অধ্যক্ষ নয়ন চন্দ্র প্রামানিক, নলডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ, পাটুল হাপানিয়া স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওয়ারেশ আলী, পীরগাছা মডেল উচ্চ বিদ্যালয়ের পোধান শিক্ষক মো. মোজাহার আলী, মাধনগর এসআই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ