ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঝালকাঠিতে পৌরসভা অ্যাডভোকেসি কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
ঝালকাঠিতে পৌরসভা অ্যাডভোকেসি কর্মশালা

ঝালকাঠি: ওয়াটার স্যানিটেশন অ্যান্ড হাইজিন কর্মসূচির আওতায় ঝালকাঠিতে পৌরসভা অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে ঝালকাঠি পৌরসভার সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। নিরাপদ পানির ব্যবহার ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন বিষয়ে কর্মশালায় উপস্থিত সবাইকে অবহিত করা হয়।

ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র মো. মাহাবুবুজ্জামান স্বপনের সভাপতিত্বে কর্মশালায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন- ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, জেলা নারী বিষয়ক কর্মকর্তা মো. আলতাফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম হারুন অর রশীদ, কাউন্সিলর তরুন কুমার কর্মকার ও ব্র্যাক প্রতিনিধি আবদুস সামাদ।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের ঝালকাঠি জেলা শাখার ব্যবস্থাপক অনিল কুমার রায়। এতে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিসহ ৩০জন অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।