ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নিয়ামতপুরে রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
নিয়ামতপুরে রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ: রোহিঙ্গাদের গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামিক ফাউন্ডেশন নিয়ামতপুর।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এনামুল হক।

এসময় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলীসহ উপজেলার মসজিদ ভিত্তিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক ও শিক্ষার্থীরা।  

মানববন্ধনে রোহিঙ্গাদের আশ্রয়, খাদ্য ও নিরাপত্তা দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।