ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কোটালীপাড়ায় সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
কোটালীপাড়ায় সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মাসব্যাপী অনুর্ধ্ব-১৫ সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) উপজেলা শিল্পকলা একাডেমি চত্ত্বরে জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিলাল হোসেন, উপজেলা কৃষি অফিসার রথীন্দ্রনাথ বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী সরকার, জেলা ক্রীড়া অফিসার ফিরোজুল আহসান, উপজেলা প্রকৌশলী দেবাশীষ বাগচী, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।