ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাশিমপুর কারাগারের নারী বন্দির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
কাশিমপুর কারাগারের নারী বন্দির মৃত্যু কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার

গাজীপুর: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে শুক্কুরী বেগম (৪২) নামের এক নারী বন্দির মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  

নিহত শুক্কুরী বেগম কুমিল্লার লাকসাম থানার গাজীর মোড়া এলাকার আয়দার আলীর স্ত্রী।

 

সিনিয়র জেল সুপার মো. শাহজাহান আহমেদ বাংলানিউজকে জানান, শুক্কুরী বেগম ডায়াবেটিস ও হৃদরোগে আক্রান্ত ছিলেন। বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে তার বুকে ব্যথা শুরু হয়ে অসুস্থ হয়ে পড়েন। প্রথমে কারা হাসপাতালে ও পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। এক পর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে তিনি মারা যান।

নিহত শুক্কুরী বেগম মাদক মামলার আসামি ছিলেন। গত ৮ সেপ্টেম্বর তিনি গ্রেফতার হন। পরে আদালতের মাধ্যমে তাকে পরদিন ৯ সেপ্টেম্বর কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয়।

তিনি গাজীপুর সিটি করপোরেশনের বড়বাড়ি এলাকায় স্বপরিবারে বসবাস করতেন বলেও জানান সিনিয়র জেল সুপার।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭     
আরএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।