ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

হবিগঞ্জে তিনটি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
হবিগঞ্জে তিনটি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলায় দেড় কোটি টাকা ব্যয়ে তিনটি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে সড়ক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির।

ধুলিয়াখাল মিরপুর সড়ক থেকে নোয়াবাদ গ্রামের রাস্তা, ধুলিয়াখাল মিরপুর সড়ক (বৈদ্যের বাজার) থেকে শাহজালাল উচ্চ বিদ্যালয় ভায়া দক্ষিণ খোয়াই সড়ক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর এবং কটিয়াদী বাজার ইউনিয়ন পরিষদ সড়ক থেকে আব্দুল হাই মিয়ার বাড়ি পর্যন্ত এই তিনটি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুক, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক লস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরো প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।