ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

৪ দফা দাবিতে খাগড়াছড়িতে সম্মিলিত ছাত্র সমাজের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
৪ দফা দাবিতে খাগড়াছড়িতে সম্মিলিত ছাত্র সমাজের বিক্ষোভ খাগড়াছড়িতে সম্মিলিত ছাত্র সমাজের বিক্ষোভ/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: পার্বত্য জেলা পরিষদের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাতিলসহ চার দফা দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে সম্মিলিত ছাত্র সমাজ।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে সম্মিলিত ছাত্র সমাজের ব্যানারে শহরের শাপলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে যেতে চাইলে পুলিশি বাধায় পণ্ড হয়ে যায়।

পরে সেখান থেকে একটি প্রতিনিধি দল গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মো. এটিএম কাউছার হোসেনের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।

শিক্ষামন্ত্রীকে দেওয়া স্মারকলিপিতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাতিল, পার্বত্য চট্টগ্রামে অবকাঠামো উন্নয়ন, শিক্ষক সংকট নিরসন, জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে ডিগ্রি অনার্স ও মাস্টার্স কোর্স চালুসহ চার দফা দাবি জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন- সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক কবির হোসেন, পাহাড়ি ছাত্র পরিষদের কলেজ শাখার সাধারণ সম্পাদক জেসিম চাকমা, ত্রিপুরা ছাত্র যুব ফ্রন্টের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি প্রদীপ ত্রিপুরা, সম্মিলিত ছাত্র সমাজের আহ্বায়ক নয়ন চাকমা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।