ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুলাউড়ায় পুষ্টি বিষয়ক ওরিয়েন্টেশন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
কুলাউড়ায় পুষ্টি বিষয়ক ওরিয়েন্টেশন  কুলাউড়ায় পুষ্টি বিষয়ক ওরিয়েন্টেশন। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ধর্মীয় ও জনপ্রতিনিধিদের নিয়ে পুষ্টি বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার  (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার পৃথিমপাশা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বেসরকারি সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজের (সিএনআরএস) সূচনা প্রকল্পের উদ্যোগে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

সূচনার এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘বাংলাদেশে অপুষ্টির চক্র প্রতিরোধে একটি প্রয়াস’।

ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নবাব আলী বাখর খান হাসনাইন।  

এছাড়া আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য মাসুদ রানা আব্বাছ, রহমান আলী, রেজিয়া খানম, আমিনা বেগম, রেখা রানী, সূচনার গভর্নেন্স অফিসার শিহাব বিন হাবিব, ফিল্ড ফেসিলেটেটর দীন মোহাম্মদ ভূইয়া ও তুলসি কৈরী, ইউনিয়ন কো অর্ডিনেটর তারিকুল আলম, ইমাম জোনাব আলী, সাইদুল ইসলাম, প্রভাষক সালাউদ্দিন, শিক্ষিকা সৈয়দা রোকেয়া খানম ও রোহেনা আক্তার, সমাজ সেবক মাসুক মিয়া ও তমিজ উদ্দিনসহ জেলার বিভিন্ন এলাকার ইমাম, শিক্ষক, জনপ্রতিনিধি এবং সাংবাদিকরা।  

সূচনার গভর্নেন্স অফিসার শিহাব বিন হাবিব বাংলানিউজকে বলেন, দেশের সবচেয়ে বেশি অপুষ্টিতে ভুগছেন সিলেট বিভাগের লোকজন। এটা শতকরা ৪৯ দশমিক ০৬ ভাগ এবং সর্বনিম্ন খুলনা বিভাগে ১৮ দশমিক ১৬ ভাগ।  

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ