ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নলডাঙ্গার শরকুতিয়া বিলে মাছের পোনা অবমুক্ত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
নলডাঙ্গার শরকুতিয়া বিলে মাছের পোনা অবমুক্ত নলডাঙ্গায় রুই মাছের পোনা অবমুক্ত, ছবি: বাংলানিউজ

নাটোর: নাটোরের নলডাঙ্গার শরকুতিয়া বিলের বদনখালি ব্রিজ চত্বরে রুই মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

চলতি ২০১৭-১৮ অর্থ বছরে উন্মুক্ত জলাশয়ে বিল নার্সারি স্থাপন ও পোনা অবমুক্তকরণ প্রকল্পের আওতায় বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে রুইজাতের ৬৭৮ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।

নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াৎ হোসেন আনুষ্ঠানিকভাবে পোনা মাছ অবমুক্তকরণ কাজের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার মো. আতাউর রহমান খান, জেলা পরিষদ সদস্য রঈস উদ্দিন রুবেল, নলডাঙ্গা উপজেলা মৎস্য অফিসার ইব্রাহিম হামিদ শাহিন, ব্রহ্মপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলিম হোসেন, ব্রহ্মপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি তৌহিদুর রহমান ঝরু, ব্রহ্মপুর ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মিঠু, ইউপি সদস্য ফরিদ হোসেন, মুক্তার হোসেন নিপু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।