ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

রাজধানীতে গ্যাস লাইন লিকেজ থেকে অগ্নিকাণ্ড, দগ্ধ ৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
রাজধানীতে গ্যাস লাইন লিকেজ থেকে অগ্নিকাণ্ড, দগ্ধ ৩

ঢাকা: রাজধানীর ফকিরাপুলের গরমপানির গলিতে একটি প্রেস কারখানায় গ্যাস পাইপ লিকেজ থেকে অগ্নিকাণ্ডে কারখানার মালিকসহ তিনজন দগ্ধ হয়েছেন।

বর্তমানে আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন কারখানার মালিক সুজন সিকদার (২৪), কর্মচারী মুক্তার হোসেন (১৮) ও তাহমীন (১৩)।

দগ্ধ কারখানা মালিকের ভাই সোহেল রানা বাংলানিউজকে জানান, ফকিরাপুল গরমপানির গলির ২৪৫/এ নম্বর ছয়তলা ভবনের নিচ তালায় ‘ভাই ভাই বান্ডিলখানা’ নামের একটি প্রেস কারখানা আছে তার ভাই সুজনের। রাতে কাজ শেষে ওই দুই কর্মচারীকে নিয়ে কারখানার ভেতরে ঘুমিয়ে পড়েন। রাতে হঠাৎ কারখানার ভেতরে আগুন জ্বলে উঠে। দ্রুত তারা বের হওয়ার সময় দগ্ধ হয়।

তিনি জানান, আমাদের ধারণা, গ্যাস পাইপ লিকেজ থেকেই এ ঘটনা ঘটেছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক এএসআই বাবুল মিয়া বাংলানিউজকে জানান, সুজনের শরীরে ২০, মুক্তারের ১৫, ও তাহমীনের ১৩ শতাংশ পুড়ে গেছে। তারা বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময় ১১৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
এজেডএস/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।