ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাওনা টাকা নিয়ে বিরোধে মা-ছেলেকে পিটিয়েছে প্রতিপক্ষ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
পাওনা টাকা নিয়ে বিরোধে মা-ছেলেকে পিটিয়েছে প্রতিপক্ষ  হামলায় আহতদের একজন

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকার বিরুনিয়া ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে পাওনা টাকা নিয়ে বিরোধে মা ও ছেলেকে পিটিয়েছে প্রতিপক্ষ। 

এ ঘটনায় বুধবার (২০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।  

স্থানীয়রা জানায়, ওই এলাকার প্রবাসী আব্দুল মোতালেবের সঙ্গে পাশের কংশেরকুল গ্রামের আসাদের দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছে।

 

মোতালেবের পরিবার আসাদের পরিবারের কাছে পাওনা বাবদ ২ লাখ টাকা চাইতে গেলে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাতে কথা কাটাকাটি হয়।  

এ ঘটনার জেরে আসাদের ভাই আরাফান, আলামিন ও মোস্তফা দেশীয় অস্ত্র নিয়ে মোতালেবের বাড়িতে এসে হামলা চালায়।  

এ সময় তারা রড ও লাঠি দিয়ে মোতালেবের স্ত্রী জেসমিন আক্তার (৪৫) ও ছেলে জাহিদুল ইসলামের মাথা ও শরীরে এলোপাতাড়ি পেটানোর অভিযোগ পাওয়া গেছে। পরে তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।  

স্থানীয় বিরুনিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সুরুজ মিয়া বাংলানিউজকে জানান, আরফানের নেতৃত্বে লোকজন মোতালেবের বাড়িঘরেও তাণ্ডব চালায়।  

এ সময় তারা ঘরের আসবাবপত্র ভাংচুর করে, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।  

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বাংলানিউজকে জানান, এ ঘটনায় আহতদের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করেছে।

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে দোষী প্রমাণিত হলে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ০৭৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭ 
এমএএএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ