ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

শিবগঞ্জে ভিজিডির ৫২ বস্তা চাল জব্দ, জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
শিবগঞ্জে ভিজিডির ৫২ বস্তা চাল জব্দ, জরিমানা

বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে একটি গোডাউন থেকে ভিজিডির ৫২ বস্তা চাল জব্দ ও দুটি অটো রাইস মিলকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।  

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীদ মাহমুদ খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মো. শাহ নেওয়াজ অভিযান চালান। এসময় উপজেলার মাঝিহট্ট ইউনিয়ন পরিষদ সংলগ্ন ইউনিয়নের চাল ডিলার তোফাজ্জল হোসেন ও এফাজ উদ্দিনের গোডাউনে অবৈধভাবে মজুদ করা ভিজিডির ৫২ বস্তা চাল জব্দ করেন।

পরে উপজেলার বুড়িগঞ্জ বাজারের রাজীব অ্যান্ড ব্রাদার্স অটো রাইস মিলে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে চাল রাখার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া পিরব ইউনিয়নের খয়রাপুকুর বাজারে মেসার্স হাকিম চালকলে অভিযান চালিয়ে লাইন্সেস নবায়ন না থাকায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

ওসি আরও জানান, জব্দ করা ৫২ বস্তা চাল শিবগঞ্জ খাদ্য গোডাউনে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০০৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
এমবিএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।